বাজালিয়া হেদায়তুল ইসলাম ফাজিল মাদ্রাসা একটি ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। দেশের দ্বিমুখী শিক্ষা ব্যবস্থার প্রেক্ষাপটে ইসলামী ও আধুনিক শিক্ষার বাস্তব সমন্বয় সাধন করে ইসলামী আদর্শের বুনিয়াদে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। ইসলামী জীবনদর্শন, সংস্কৃতি, ঐতিহ্য, মূল্যবোধ, অর্থনীতি, সমাজনীতি ও আন্তর্জাতিকবাদের সম্যক ধারণা দিয়ে মুসলিম সন্তানদেরকে আদর্শ নাগরিক রূপে গড়ে তোলা, বিশেষ করে নৈতিক অবক্ষয় থেকে তরুন সমাজকে রক্ষা করে চারিত্রিক উৎকর্ষ ও মূল্যবোধ তৈরীর বাস্তব উদ্যোগই হচ্ছে- “বাজালিয়া হেদায়তুল ইসলাম ফাজিল মাদ্রাসা”। ১৯৪৪ সালের একটি ঐতিহাসিক মূহুর্তে মাদ্রাসার শুভ যাত্রা শুরু হয়। হযরত শাহ আবদুর ছবুর সিদ্দিকী (রহ) এ মাদ্রাসার প্রতিষ্টা করেন। কালের বিবর্তনে মহান আল্লাহ্র মেহেরবাণীতে আজ তা পত্র-পল্লবে সুশোভিত হয়ে বিরাট মহীরূহে পরিণত হয়েছে। মানসম্মত শিক্ষা ও নববী আদর্শ বিস্তারে বাজালিয়া হেদায়তুল ইসলাম ফাজিল মাদ্রাসা সফলতার সাথে এগিয়ে চলেছে। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ৩ বছর মেয়াদী সম্মান (পাস) কোর্স চালু হয়েছে।
যুগের চাহিদার সাথে সংগতি রেখে দাখিল স্তরে বিজ্ঞান ও আইসিটি বিভাগ চালু করা হয়েছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত সকল পরীক্ষায় “বাজালিয়া হেদায়তুল ইসলাম ফাজিল মাদ্রাসার” সাফল্য উল্লেখযোগ্য। বিগত বছরগুলোতে উপজেলার ও চট্টগ্রাম জেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় প্রতিষ্ঠানটি শীর্ষ স্থানে থাকার গৌরব অর্জন করতে সক্ষম হয়েছে, এবং চলতি বছরে সাতকানিয়া উপজেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করেছে,আলহামদুলিল্লাহ।
আমাদের বিশ্বাস, আপনাদের দোয়া, আন্তরিক ও আর্থিক সহযোগিতা এবং পরামর্শ এ মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যাবে।
প্রশংসা জ্ঞাপন করছি মহান আল্লাহ তা‘আলার দরবারে যিনি আমাদেরকে ঐশী শিক্ষা সম্প্রসারনে আধুনিক প্রযুক্তির মহাসড়কে সম্পৃক্ত হওয়ার তৌফিক দিয়েছেন। দুরুদ ও সালাম পেশ করছি মানবতার শ্রেষ্ঠ শিক্ষক নবী করিম (সা) এর উপরে। সাথে সাথে বাজালিয়া হেদায়তুল ইসলাম ফাজিল মাদ্রাসা প্রতিষ্ঠার সাথে যারা সম্পৃক্ত থেকে মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি ।
ইসলামি ও সাধারণ শিক্ষার সমন্বয়ে গড়ে ওঠা ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান “বাজালিয়া হেদায়তুল ইসলাম ফাজিল মাদ্রাসা” মহান আল্লাহর অসীম রহমতে শিক্ষার আলো বিচ্ছুরনে সফলতার স্বাক্ষর রেখে চলছে দীর্ঘদিন ধরে।
শিক্ষার্থীর প্রতিভা বিকাশে ও মনোদৈহিক উন্নয়নে অহী জ্ঞানের বিকল্প নেই। সারাপৃথিবীতে তাই ইসলামী শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠতম পদ্ধতি বলে স্বীকৃতি পাচ্ছে।
প্রযুক্তির ইতিবাচক প্রয়োগ ও বিশ্বের নিত্য-নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের মাঝে মাদ্রাসাটি সর্বমুখী কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে বাজালিয়া হেদায়তুল ইসলাম ফাজিল মাদ্রাসার এ সাইটটির আত্মপ্রকাশ।
বাংলাদেশে ইসলামি শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে সরকারের আহবানে সাড়া দিয়ে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান ইতোমধ্যে বিশ্বমানের শিক্ষাব্যবস্থা গ্রহণ করেছে “বাজালিয়া হেদায়তুল ইসলাম ফাজিল মাদ্রাসা” তাদের অন্যতম। অত্র মাদ্রাসার শিক্ষার্থীরা আলোকিত মানুষ হয়ে দেশ ও জাতির উন্নয়নে সরকার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উদ্যোগী হবে এ প্রত্যয় ব্যক্ত করে মহান আল্লাহর কাছে সাহায্য ও সবার কল্যাণ কামনা করছি।